শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মীর নাছিরের জামিন আবেদন মুলতবি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১৬:৩৭

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিন আবেদন মুলতবি করেছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) সৈয়দ মাহমুদ হোসেনের ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশে গত ৮ নভেম্বর মীর নাছির আদালতের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর কারাগার থেকেই মীর নাছির আপিল বিভাগে লিভ টু আপিলের অনুমতি চায়।

পরে রোববার ( ১৫ নভেম্বর) আবেদনের শুনানি শেষ হয় এবং সোমবার আদেশের নির্ধারিত দিন ১৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।

এর আগে, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের কারনে ২০০৭ সালে মীর নাছিরের বিরুদ্ধে গুলশান থানায় দুদক একটি মামলা দায়ের করে। এসময় ঢাকার বিশেষ জজ আদালত-২ পৃথক দুটি ধারায় তাকে মোট ১৩ বছরের দণ্ড দেন।

রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে ২০১০ সালে হাইকোর্ট তার সাজা বাতিলের আদেশ দেন। পরে দুদক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে তা আবার পুনরায় মঞ্জুর করা হয়।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top