রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

‘ধর্ষিতা নয় ধর্ষণের শিকার’ লিখতে সুপারিশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৬:৪৬

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজের উত্থাপিত ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন)’ বিলের রিপোর্ট দিয়েছে সংসদীয় কমিটি। সোমবার (১৬ নভেম্বর) এ প্রতিবেদনটি সংসদে উত্থাপন করা হয়েছে।

কমিটি বিলটি যাচাই করে ধর্ষিতা বা ‘ধর্ষিত নারী’ শব্দটির পরির্বতে ‘ধর্ষণের শিকার’ শব্দটি বসানোর সুপারিশ করা হয়।

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবীতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সংসদের অধিবেশন না থাকার কারনে আইন সংশোধনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ৮ নভেম্বর অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেছিলেন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top