দুদকের করা মামলায় খালাস পেলেন ইশরাক
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১৯:৩৯
নিজস্ব প্রতিবেদক:
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম অভিযুক্ত ইশরাক হোসেনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত,২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাককে তার সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে বলে দুর্নীতি দমন কমিশন। কিন্তু তিনি নির্দিষ্ট তারিখে সম্পদের হিসাব জমা না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) (ক) ধারামতে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলা করে দুদক।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।