খালেদার নাইকো দুর্নীতি মামলার শুনানি ৫ জানুয়ারি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৫:২৩
নিজস্ব প্রতিবেদক:
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি।
এদিন খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, জিয়া উদ্দিন জিয়া শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। এর আগে, এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য মঙ্গলবার (২৪ নভেম্বর) দিন ধার্য ছিল।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।