গণধর্ষণের পর হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৭:৫২
শরীয়তপুর থেকে:
শরীয়তপুরে এক গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মোর্শেদ উকিল (৫৬), আব্দুল হক মুতাইত (৪২), মো. জাকির হোসেন মুতাইত (৩৩)।
এসময় রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়। অন্য ৯ জন আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ জানুয়ারি ডামুড্যা উপজেলার চরভয়রা উকিলপাড়া গ্রামের খোকন উকিলের স্ত্রী হাওয়া বেগমকে (৪০) মোর্শেদ, আব্দুল হক ও জাকির একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।