পাপুল ও তার ঘনিষ্ঠ ব্যক্তির সম্পদের হিসাব চেয়ে নোটিশ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৯:৫৫
নিজস্ব প্রতিবেদক:
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ পাপুল এবং তার ঘনিষ্ঠ ব্যক্তি মো. আলতাপ, বাকী বিল্লাহ ও খোকনের সম্পদের হিসাব চেয়ে নোটিশ ইস্যু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক পৃথক নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াইফা ইসলামের সম্পদের হিসাব চেয়ে নোটিশ ইস্যু করা হয়।
প্রসঙ্গত, কাজী শহীদুল ইসলাম পাপুলর বিরুদ্ধে মানবপাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। এই অভিযোগের প্রেক্ষিতেই চলতি বছরের জুনে এমপি পাপুলকে গ্রেফতার করে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।