শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১৬:৩৪

নাটোর থেকে:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুরে গৃহবধূ ফাতেমাকে হত্যার দায়ে স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একই সঙ্গে অভিযুক্ত রুবেলের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. ইমদাদুল হক এই রায় দেন।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে স্পেশাল পিপি আনিছুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গত, বড়াইগ্রাম উপজেলার খোকন মুন্সির ছেলে রুবেলের সঙ্গে ২০১৭ সালের ২৭ জুন সিরাজগঞ্জ সদরের তেতুলিয়া গ্রামের আকবর আলীর মেয়ে ফাতেমার বিয়ে হয়। বিয়ের ১ মাসের মাথায় রুবেল ২ লাখ টাকা যৌতুক দাবি করেন ফাতেমার পরিবারের কাছে। যৌতুক না দেওয়ায় বিয়ের ৩ মাসের মাথায় ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ফাতেমাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন রুবেল।

এই ঘটনার পরদিন নিহত ফাতেমার বড় বোন আকলিমা বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা করেন।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top