শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নুরের ৩ সহযোগী রিমান্ডে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০, ১৬:৩২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় ছাত্র অধিকার পরিষদের ৩ নেতার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ ও সংগঠনটির ঢাবি শাখার সহসভাপতি মো.নাজমুল হুদা।

এর আগে কারাগার থেকে আটক ৩ আসামীকে আদালতে হাজির করা হয়। তারপর লালবাগ থানার মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। তখন আসামীপক্ষের আইনজীবিরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। পড়ে দু’পক্ষের শুনানি শেষে আসামীদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর রাতে ঢাবি’র এক শিক্ষার্থী ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে লালবাগ থানায় এ মামলা করেন। মামলায় সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামী ও সহায়তাকারী হিসেবে ভিপি নুরের নাম উল্লেখ করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top