ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার
Nasir Uddin | প্রকাশিত: ২১ মে ২০২৫, ১৭:৪২

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি আজ আবারও হয়েছে। তবে এ বিষয়ে হাইকোর্ট আদেশ দেবেন বৃহস্পতিবার। বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ দিন ঠিক করেছেন।
গতকাল হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে আজ দুপুর সাড়ে ১২টায় এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। তবে, ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল এবং রিটকারী মোহাম্মদ হোসেনের আইনজীবীর বাড়তি যুক্তি-তর্ক উপস্থাপনের পর বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ নতুন এ সময় দেন।
এর আগে ২০ মে বিকেলে একই বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এদিন ঠিক করেন। ওই সময় রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।
১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেইসঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।
তিনি রিট আবেদনে বলেন, ট্রাইব্যুনাল যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং তাড়াহুড়ো করে এই রায় দিয়েছে।
রিটে তিনি আরও উল্লেখ করেন, ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট দেওয়ার আগে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি। যেহেতু মেয়রের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে এবং একটি অধ্যাদেশের মাধ্যমে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে, তাই ট্রাইব্যুনালের এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ছিল না।
হাইকোর্টে মঙ্গলবার রিটের শুনানির সময় ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং তাকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবি জানান। বিষয়টি এখনো বিচারাধীন থাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে এবং আজও ইশরাকের সমর্থকরা তাদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।