রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

নিরাপত্তা নাকি নিপীড়ন? ডিবির হাতে কোটা আন্দোলনের নেতৃত্ব____ ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৫:৫৭

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ২৭ জুলাই—বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এক নতুন মোড় নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হেফাজতে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি।

এর আগের দিন, চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে নেওয়া হয় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে। আন্দোলনের পাঁচ শীর্ষ নেতাই তখন গোয়েন্দা হেফাজতে।

সরকার দাবি করে, নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে। অথচ আন্দোলনকারীরা বলছে—এটা দমন-পীড়নের চেষ্টা। তারা নতুন তিন দফা দাবি জানিয়েছে—মুক্তি, মামলা প্রত্যাহার এবং বিচার।

তারা বলে, প্রজ্ঞাপন নয়—চাই কমিশন গঠন। গত কয়েকদিনের সংঘাতে প্রাণ যায় শতাধিক মানুষের, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, মামলা ৭০০ ছাড়িয়ে যায়, গ্রেপ্তার ৭ হাজারের বেশি।

আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ—সংযুক্ত চিঠি পাঠায় ১৪টি দেশের দূতাবাস, উদ্বেগ জানায় নোবেলজয়ী ড. ইউনূস, জাতিসংঘ ও বিশ্বজুড়ে ১৪০ জন শিক্ষাবিদ। এই যে আন্দোলনের সমন্বয়কারীরা তখন হেফাজতে—প্রশ্ন উঠে, এটা কি নিরাপত্তা? নাকি ভয় দেখিয়ে সত্যকে থামিয়ে দেওয়ার চেষ্টা?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top