রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

শাকিব খানের পাশে এবার ছোট ছেলে শেহজাদ! কী বললেন বুবলী?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৬:৫৩

ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান—এই নামটা শুধু পর্দায় নন, বাস্তব জীবনেও বহন করে আবেগ আর আলোচনার ঝড়। এবার সেই আলোচনার কেন্দ্রে শাকিবের ছোট ছেলে—শেহজাদ খান। জানা গেছে, শাকিব খান বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। আর জুলাই মাসের শেষেই সেখানে যাচ্ছেন তার সাবেক স্ত্রী শবনম বুবলী এবং তাদের একমাত্র সন্তান শেহজাদ।

বুবলী জানিয়েছেন—শেহজাদের জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রে, কিন্তু তখনকার ব্যস্ততায় অনেক কাগজপত্র হালনাগাদ করা হয়নি। এবার সেই কাজ সারতেই তারা পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রে।

শাকিব বললেন—শেহজাদ তার মায়ের সঙ্গে আসছে শুনে তিনি খুবই খুশি। কাজের ব্যস্ততায় সন্তানদের সেভাবে সময় দেওয়া হয় না। এবার তাই ইচ্ছে—ছেলেকে উপহার দেওয়া কিছু সুন্দর স্মৃতি। যেমনটা তিনি দিয়েছিলেন তার বড় ছেলে আব্রাহাম খান জয়কে।

তিনি আরও বলেন: আমি যত বড় তারকাই হই না কেন, আমার সন্তানের কাছে আমি শুধু একজন বাবা। আব্রাহাম আর শেহজাদ—তারা আমার ভালোবাসা, আমার শক্তি, আমার প্রেরণা।

আগে যেমন জয়কে নিয়ে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে ছিলেন শাকিব, এবার তেমনি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদের সঙ্গে। একজন তারকা যখন হয়ে ওঠেন একজন দায়িত্বশীল বাবা—সেটা সত্যিই হৃদয়ছোঁয়া। শেহজাদ ও শাকিবের এই মুহূর্তগুলো হয়ে উঠুক জীবনের শ্রেষ্ঠ উপহার—স্মৃতির অমূল্য সম্পদ।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top