আইসক্রিম খেতে চাওয়াই কাল হলো শিশু মুসার
গুলি এসে ছেলের মাথা ভেদ করে: ট্রাইব্যুনালে পিতার মর্মস্পর্শী সাক্ষ্য
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৭:০৫
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মর্মস্পর্শী সাক্ষ্য দিলেন মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গত ১৯ জুলাই বাবাকে খাবার দিতে যাওয়ার সময় ছেলে মুসার জন্য আইসক্রিম কিনতে নিচে নামেন। ঠিক তখনই পুলিশের ছোড়া গুলি এসে ছয় বছর বয়সী ছেলের মাথা ভেদ করে চলে যায়।
মোস্তাফিজুর রহমান সাক্ষ্যে আরও বলেন, একই গুলি তাঁর মায়ের পেটেও লাগে। চিকিৎসাধীন অবস্থায় মা মারা যান এবং ছেলের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। ঘটনার সময় তিনি ওসি মশিউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্যকে সরাসরি গুলি করতে দেখেন।
এই মামলায় ডিএমপি’র সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট পাঁচজন অভিযুক্ত। এদিকে, কুষ্টিয়ায় ছয়জন হত্যার ঘটনায় মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।