অস্ত্র মামলা: যুবলীগ নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৭:৪১
অবশেষে রায় ঘোষণা হলো। অস্ত্র আইনের মামলায় ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় দেন। রায় ঘোষণার সময় সম্রাট পলাতক ছিলেন বলে আদালত সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে আটক হওয়ার পর সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে অস্ত্র মামলার প্রথম রায়ে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হলো। বিচার চলাকালে মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল।
এছাড়া তার বিরুদ্ধে মাদক ও ১৯৫ কোটি টাকা পাচারের মামলাসহ দুদকের আরও একটি মামলায় বিচার চলছে। এই মামলাগুলোতেও তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।