শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

অবশেষে ত্বকী হত্যা মামলার চার্জশিট দেবে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১৭:৪০

সংগৃহীত

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত অবশেষে শেষ হয়েছে। র‍্যাব জানিয়েছে, দ্রুতই এই মামলার চার্জশিট দাখিল করা হবে।শনিবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে দ্রুতই চার্জশিট জমা দেওয়া হবে।২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হন এ লেভেলে বিশ্বসেরা নম্বর পাওয়া মেধাবী ছাত্র ত্বকী। দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করে আসছেন, তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে তার ছেলে অপহরণ ও হত্যার শিকার হন এবং শামীমের ভাতিজা আজমেরী ওসমানের টর্চার সেলে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। সাত বছরেরও বেশি সময় ধরে চলা এই আলোচিত মামলার চার্জশিট কবে আদালতে জমা পড়ে, এখন সেই দিকেই তাকিয়ে আছে ত্বকীর পরিবার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top