মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বিচার বিভাগে রদবদল: ১০৮ জন নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৮:১৯

সংগৃহীত

বিচার বিভাগে বড় রদবদল! রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার! মঙ্গলবার একসঙ্গে ৪ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এজিএ) নিয়োগ দেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।

এই নতুন নিয়োগপ্রাপ্তরা এখন থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। সরকারের এই পদক্ষেপকে বিচার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মোট ১০৮ জন কর্মকর্তা যুক্ত হওয়ায় সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে আইনগত সহায়তা আরও শক্তিশালী হলো।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top