গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: বিচার শেষ করতে হবে ১২০ দিনে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৯
গুমের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ! নতুন অধ্যাদেশে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান।
‘গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ’ এ গুমকে ‘চলমান অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, গঠিত ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেওয়ার পর মাত্র ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
গোপন আটক কেন্দ্র বা ‘আয়নাঘর’ নামে পরিচিত স্থাপনা স্থাপন ও ব্যবহারকেও শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
এই আইনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং আইনি সহায়তা নিশ্চিত করা হবে। শফিকুল আলমের মতে, এই অধ্যাদেশ দেশে আর কোনো সরকারকে গুমের রাজত্ব চালাতে দেবে না।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।