সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

ঝটিকা মিছিল পরিকল্পনায়

রাজধানীতে আওয়ামী ও সহযোগী সংগঠনের ৩৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১৪:২৭

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিবি।

ক্ষুদে বার্তায় জানানো হয়, রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা ঝটিকা মিছিলের পরিকল্পনা ও তাতে অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন। এই ঘটনায় আরও ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি ডিবি।

এর আগে, রোববারও একই অভিযোগে দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছিল বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top