তত্ত্বাবধায়ক সরকার: সুপ্রিম কোর্টের রায় ২০ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৬:১৬
বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ! নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর ঐতিহাসিক মামলার রায় ঘোষণা হতে চলেছে। অপেক্ষা আগামী ২০ নভেম্বর।
দীর্ঘ ১০ দিনের শুনানি শেষে, আজ ১১ নভেম্বর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই গুরুত্বপূর্ণ মামলার রায়ের দিন ধার্য করেছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেবেন।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। কিন্তু ২০১১ সালে আপিল বিভাগ এটিকে বাতিল ঘোষণা করেন। সেই রায়ের পুনর্বিবেচনা চেয়েই সম্প্রতি আপিল করা হয়।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ নাগরিক এই রায়ের পুনর্বিবেচনার আবেদন করেন। তাদের পক্ষে ড. শরীফ ভূঁইয়া এবং বিএনপির পক্ষে জয়নুল আবেদীন, জামায়াতে ইসলামীর পক্ষে মোহাম্মদ শিশির মনিরসহ অনেকে আদালতে শুনানি করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।