বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

হাইকোর্টের স্থায়ী ২২ বিচারপতির শপথ আজ, বাদ একজন বিচারপতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৩:২২

সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জন বিচারপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ, বুধবার। দুপুর দেড়টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্ট প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।

তবে এই দফায় স্থায়ী তালিকা থেকে বাদ পড়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। সুপ্রিম কোর্ট বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪৫ বছর বয়স পূর্ণ হলে তাকে স্থায়ী বিচারপতি করা হবে।

গত বছরের ৯ অক্টোবর মোট ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। এবার তাদের মধ্যে ২২ জনকে স্থায়ী করা হলো।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ দিয়েছেন।

আজ শপথ গ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হবে। দেশের বিচার ব্যবস্থায় এই ২২ জন স্থায়ী বিচারপতির নতুন পদযাত্রা শুরু হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top