জন্মদিনের প্রলোভন দেখিয়ে স্ত্রীর হত্যা: আদালত স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিলেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:০৪
কলাবাগানের একটি আবাসিক হোটেলে স্ত্রী জান্নাতুল নাঈম সিদ্দিকাকে জন্মদিন পালনের প্রলোভন দেখিয়ে হত্যার অভিযোগে তার স্বামী রেজাউল করিম রেজাকে ঢাকার আদালত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ রায় ঘোষণার সময় আদালত রেজাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর ২০২০ সালের অক্টোবর মাসে বিয়ে করেন জান্নাতুল নাঈম ও রেজা। ২০২২ সালের ১০ আগস্ট জান্নাতুলের জন্মদিন পালনের প্রলোভন দেখিয়ে রেজা তাকে পান্থপথের একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে রেজা ধারালো ছুরি দিয়ে জান্নাতুলের গলা কেটে হত্যা করেন। এরপর হোটেলের কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে রেজা চট্টগ্রামে পালিয়ে যান।
কলাবাগান থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আবু জাফর মো. মাহফুজুল কবির ২০২৩ সালের ১২ ডিসেম্বর রেজাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
জান্নাতুল নাঈম সিদ্দিকা মগবাজারের কমিউনিটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে গাইনিতে একটি কোর্সে শিক্ষার্থী ছিলেন। নিহতের স্বামী রেজা একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।