রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

জুলাই হত্যা মামলা: শেখ হাসিনার রায় সোমবার, সর্বোচ্চ সাজার আশা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:০৯

সংগৃহীত

বহুল আলোচিত জুলাই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। প্রসিকিউশন পক্ষ এই মামলায় তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছে। জুলাইজুড়ে সারাদেশে হওয়া সব হত্যার বিচার করা সম্ভব না হওয়ায়, প্রসিকিউশন সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে।

প্রথম: ১৪ জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে উসকানিমূলক বক্তব্য দেওয়া। দ্বিতীয়: গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার থেকে গুলি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া। তৃতীয়: রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা। চতুর্থ: চাঁনখারপুল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয় ছাত্র নিহত হওয়া। এবং পঞ্চম: আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনা।

প্রসিকিউশন দাবি করেছে, ৫৪ জন সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে এই পাঁচ অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শেখ হাসিনার সর্বোচ্চ সাজাই প্রাপ্য। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারকের হাতে অপশন আছে—খালাস, আমৃত্যু কারাদণ্ড, নির্দিষ্ট মেয়াদের জেল, অথবা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top