সজীব ওয়াজেদ জয় বলছেন:
‘’আজ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিতে পারে, কিন্তু মা ভারতে সম্পূর্ণ সুরক্ষিত’’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:২৪
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর ছেলে সজীব ওয়াজেদ জয় আজ আশঙ্কা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) তার মায়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি মামলায় ফাঁসির রায় দিতে পারে।
যাইহোক, জয় একদিকে শঙ্কিত হলেও অন্যদিকে স্বস্তি প্রকাশ করেছেন কারণ তার মতে, ভারতই তার মাকে পুরোপুরি সুরক্ষা দিচ্ছে।
তিনি বলেন, “আমরা আগে থেকেই বুঝি রায় কী হতে যাচ্ছে… তারা টেলিভিশনে দেখাবে, দোষী সাব্যস্ত করবে, হয়তো মৃত্যুদণ্ড দেবে।”
সঙ্গে যোগ করেন, “আমার মাকে কী করবে তারা? আমার মা ভারতে নিরাপদে আছে… ভারত তাকে পুরো সুরক্ষা দিচ্ছে।”
বছর ২০২৪–এর ছাত্র আন্দোলনের দমন-পীড়নের সময় তার বিরুদ্ধে লড়াই–ভাস্কর্য, গুলির নির্দেশসহ মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশন মৃত্যুদণ্ড দাবি করেছে।
জয় আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, আওয়ামী লীগের ওপর নিষিদ্ধাজ্ঞা তুলে না নেওয়া হলে, আগামী সালের নির্বাচন “বাধাপূর্ণ হতে পারে” এবং সমর্থকরা বিক্ষোভে যেতে পারে।
এদিকে, রায়ের আগে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।