সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশনকে হুমকি, শেখ হাসিনার ফাঁসি দিলে কাউকে ছাড় নয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:৪৬

সংগৃহীত

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সকল সদস্যকে রবিবার (১৬ নভেম্বর) রাত থেকে অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে। প্রসিকিউশন টিমের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন, রাত থেকে তাদের প্রত্যেককে ফোন করে অকথ্য গালিগালাজ ও প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, "গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন এসে হুমকি দেওয়া শুরু হয়েছে। আজও বেশ কিছু ফোন পেয়েছি। অধিকাংশ ফোন ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে।"

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, "শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না—এই ধরনের হুমকি বহুবার পেয়েছি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা বারবার বলা হচ্ছে।" তিনি আরও বলেন, "ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।"

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকা চার বাহিনীর (সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাব) সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে রাখা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top