যে যে মামলায় ফাঁসির রায় হলো শেখ হাসিনার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT‑1) সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুত্বপূর্ণ ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া শুরু করেছে। অভিযোগ গুলোর মধ্যে … “জুলাই গণঅভ্যুত্থান”-এর সময় শেখ হাসিনা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে বিচার পরিচালিত হয়েছিল।
রায়ে তিন আসামি বিরুদ্ধে দোষ প্রমাণিত করা হয়েছে। আদালত শেখ হাসিনাকে চারটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, বলে ট্রাইব্যুনাল জানিয়েছে।
ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনা “উচ্চ পর্যায়ের কমান্ড দায়িত্বশীলতা” এবং “জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ”-র অংশ হিসেবে বিচারপ্রক্রিয়ায় অভিযুক্ত।
রায় ঘোষণার সময়, নিহত প্রতিবাদকারীদের পরিবার আদালতের গেইটের কাছে এসে “নির্দয় শাস্তি চাই” বলে দাবি করেছেন এবং “নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে” — এমন বার্তাও দিয়েছেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, মামলায় মোট পাঁচটি অভিযোগ ছিল — যার মধ্যে আছে:
গনভবনে এক প্রেস কনফারেন্সে উত্তেজক ভাষায় সহিংসতা উস্কানির অভিযোগ। হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ।রংপুরে এক ছাত্র (আবু সায়েদ) হত্যার ঘটনা। ঢাকার চানখাঁরপুলে ছাত্রী ও বেসামরিক মানুষের ওপর গুলিবর্ষণ — ছয়জন নিহত। আশুলিয়ায় গুলি চালিয়ে দেহ জ্বালিয়ে হত্যার অভিযোগ
আদালতের প্যানেলের প্রধান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার রায় পড়ার সময় বলেছে, “কোনো আইনি বাধা নেই ট্রাইব্যুনালের ক্ষেত্রে এলাকার আইনগত সুযোগ নিয়ে প্রশ্ন তোলার।”
এর আগে ট্রাইব্যুনালে শুনানির সময়, প্রায় ৫৪ জন সাক্ষী তাদের বিবৃতি দিয়েছিলেন, এবং মামলায় রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ দণ্ড (মৃত্যুদণ্ড) দাবি করেছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।