শেখ হাসিনার মৃত্যুদণ্ডে কষ্ট প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:৫১
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন কষ্ট প্রকাশ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর তিনি বলেন, “আমার ক্লায়েন্টের বিরুদ্ধে রায়টা ভিন্নভাবে হলেও হতে পারত। কিন্তু হয়নি। এটা আমার বিপক্ষে গেছে। এজন্য আমি কষ্ট পাচ্ছি।”
আইনজীবী মো. আমির হোসেন আরও জানান, “আমার পক্ষে এই মামলায় আপিল করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ না করবেন বা গ্রেপ্তার হবেন না।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দুই অভিযোগে দণ্ডিত করেছেন। এক অভিযোগে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তার কারণে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।