সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

ফাঁসির রায়, আপিল করতে পারবেন কি হাসিনা ও কামাল?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ২০:০৮

সংগৃহীত

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ, যা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে কাজ করছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন। মামলার দুই নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে।

একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। অপরদিকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহযোগিতা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বর্তমানে দণ্ডপ্রাপ্ত দুইজন (শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান) পলাতক অবস্থায় রয়েছেন। আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, পলাতক অবস্থায় তারা আপিল করতে পারবেন না। ট্রাইব্যুনাল আইনে বলা আছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়, তবে আপিলের সুযোগ নিতে দণ্ডপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ বা গ্রেফতার হতে হবে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ চাইলে ৩০ দিনের মধ্যে সরাসরি আপিল বিভাগে যেতে পারবে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে, যাতে দণ্ডপ্রাপ্ত দুইজনকে হস্তান্তর করা হয়। অপরদিকে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রায়টি প্রত্যাখ্যান করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top