তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি সাইবার ট্রাইব্যুনালে মামলা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৪:৫৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে শাহিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজীর আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর। এ সময় তার সহকারীরাও উপস্থিত ছিলেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেওয়ার জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন। সেই বক্তব্যে তিনি উল্লেখ করেন, “বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
এ বক্তব্যকে কেন্দ্র করে মামলার আসামি শাহিন মাহমুদ ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ করে একটি ‘অপমানজনক ও বিভ্রান্তিকর’ পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর দামের ন্যায্য দাম পেত।”
বাদীপক্ষের দাবি, আসামি কাণ্ডজ্ঞানহীন, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। এছাড়া তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি কলুষিত করার উদ্দেশ্যেই পোস্টটি দেওয়া হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, আসামির উল্লেখিত ৮৮ কোটি টাকার বিনিময়ে কোথাও কোনো বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়নি; পোস্টটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। আদালতের আদেশের অপেক্ষায় এখন মামলাটি বিচারাধীন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।