বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমানকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস: কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার মামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:২৯

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ ও একজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী-এর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান মন্তব্য করেন যে, “বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে কৃষকদের আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি গুরুত্বপূর্ণ।” এরপর ১৫ নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন, যেখানে উল্লেখ করা হয়, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।’

বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো বিলাসবহুল গাড়ি কিনেননি এবং শাহিন মাহমুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক সুনাম, দেশপ্রেম ও সামাজিক সম্মান ক্ষুণ্নের চেষ্টা করেছেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করলেও এখনও কোনো তাৎক্ষণিক আদেশ দেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বিচারক জবানবন্দি গ্রহণ শেষে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top