তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবনে বদিউল আলম মজুমদারের আনন্দ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৬:১৪
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত করার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আপিল বিভাগের এ ঐতিহাসিক রায় দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া জানান অন্যতম আপিলকারী বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে দেওয়া রায় নির্বাচনী ব্যবস্থাকে ‘নির্বাসনে’ পাঠিয়েছিল। যার ফলে টানা তিনটি জাতীয় নির্বাচন বিতর্কের জন্ম দেয়। আজকের রায়ের মাধ্যমে সেই সংকট থেকে উত্তরণের সুযোগ তৈরি হলো।
বদিউল আলম মজুমদার আরও বলেন, দীর্ঘদিনের সংগ্রামের পর আদালত রিভিউ পিটিশন গ্রহণ করেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ফেরত এনেছেন। ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর থেকেই তিনি এ বিষয়ে লেখালেখি করে আসছেন। তাঁর দাবি, ওই রায় ছিল ‘অসাংবিধানিক’। পরবর্তী পঞ্চদশ সংশোধনীতেও তিনি আপত্তি জানিয়েছিলেন।
অন্যদিকে, আপিলকারী চার বিশিষ্ট ব্যক্তির জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, আজকের রায়ে আদালত স্পষ্টভাবে ঘোষণা করেছেন—খায়রুল হকের নেতৃত্বে দেওয়া রায়টি সম্পূর্ণভাবে বাতিল। ফলে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবারও সংবিধানে ফিরে এসেছে। তিনি একে সময়োপযোগী ও অত্যন্ত ঐতিহাসিক রায় বলে উল্লেখ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।