মেজর সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৫৭
বহুল আলোচিত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্ট আজ (বৃহস্পতিবার) রায় প্রকাশ করেছেন। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রকাশ করেন। এর আগে ২ জুন হাইকোর্ট মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছিলেন।
রায়ে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তারা হলেন: সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব এবং আরও তিনজন স্থানীয় আসামি। একইসঙ্গে প্রত্যেক আসামির ৫০ হাজার টাকার জরিমানার আদেশও বহাল রাখা হয়।
২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলার প্রাথমিক রায় ঘোষণা করেন।
আসামিরা এখন থেকে ৩০ দিনের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। এই বহুল আলোচিত মামলার রায় ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ ছিল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।