বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমন মিয়াকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৩৫

সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে হত্যার ঘটনায় অভিযুক্ত লিমন মিয়াকে ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন-৫ আদালতের বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর তথ্য অনুযায়ী, বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন মিয়াকে ৫ দিনের পুলিশি রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে রাজপাড়া থানা পুলিশ পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করে লিমন মিয়া। এই ঘটনায় তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে (৪৪) গুরুতর আহত করেন। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। এই মামলার মামলায় আদালত আজ পুনরায় আসামি লিমন মিয়াকে রিমান্ড প্রদান করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top