প্রধান বিচারপতির ফুলকোর্ট সভা: আসছে বড় সিদ্ধান্ত!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৪:৪৪
আসন্ন ২৭ নভেম্বর, বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ ফুলকোর্ট সভা। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিদের অংশগ্রহণে এই বিশেষ সভাটি আহ্বান করেছেন।
আজ, সোমবার (২৪ নভেম্বর), সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সভাটি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে, বিকেল ৩টায়।
সুপ্রিম কোর্ট সূত্র জানাচ্ছে, এই ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি সহ বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে নানান গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে।
ফুলকোর্ট সভা হলো বিচারপতিদের নিজস্ব ফোরাম, যেখানে বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সেই বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।
তাই বিচার বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভার দিকে নজর থাকবে সকলের। আগামী ২৭ নভেম্বর, সুপ্রিম কোর্টের এই ফুলকোর্ট সভা থেকে কী ধরনের নীতিগত সিদ্ধান্ত আসে, সেদিকে আমরাও খেয়াল রাখব।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।