‘সুগার ড্যাডি’ চক্র বন্ধ চেয়ে আইনি নোটিশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:৫০
বাংলাদেশে সম্প্রতি ‘সুগার ড্যাডি’ নামে পরিচিত একটি বিপজ্জনক সামাজিক ও অর্থনৈতিক প্রথা দ্রুত বিস্তার লাভ করেছে। এই প্রথার মাধ্যমে কিছু ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি তরুণী, বিশেষ করে আর্থিকভাবে অসহায় মেয়েদেরকে প্রলোভন দিয়ে বিবাহবহির্ভূত সম্পর্ক, শারীরিক শোষণ এবং মানসিক নিপীড়নের ফাঁদে ফেলছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের কাছে রেজিস্ট্রি ডাক ও ইমেইলের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন।
আইনি নোটিশে বলা হয়েছে, এই তথাকথিত সুগার ড্যাডিরা তরুণীদের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। পারিবারিক চাপ, আর্থিক সংকট বা প্রলোভনে পড়ে অনেক মেয়ে এমন এক অস্থির মানসিক অবস্থায় জড়িয়ে যাচ্ছে, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, এই মেয়েদের কাছে নগদ অর্থ, দামি মোবাইল, ব্র্যান্ডেড পোশাক, গহনা, গাড়ি, বিদেশ ভ্রমণ এবং বিলাসবহুল ফ্ল্যাট দেওয়া হচ্ছে। এসব অর্থের বৈধ উৎস নেই, এবং অনেক ক্ষেত্রে এগুলো কালোটাকা, অবৈধ লেনদেন বা মানিলন্ডারিংয়ের মাধ্যমে আসছে।
আইনি নোটিশে আরও বলা হয়েছে, এই চক্রের মাধ্যমে অনেক তরুণীকে মানসিক চাপ ও ভয়ভীতি দেখিয়ে তাদের অশ্লীল বা ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করা হচ্ছে, পরে তা ব্যবহার করে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড কেবল ব্যক্তিগত নয়, বরং পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলছে। অনেক নারী এই চক্র থেকে বের হওয়ার চেষ্টা করলে পারিবারিক অপমান, সামাজিক লাঞ্ছনা ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘সুগার ড্যাডি’ প্রথা শুধু তরুণী ও নারীদের শোষণ করছে না, এটি দেশের বহু পরিবারকে অস্থির করছে। অনেক পরিবারের স্ত্রী ও সন্তানরা মানসিক চাপ, পারিবারিক নির্যাতন ও অবহেলার শিকার হচ্ছেন, যার ফলে বিবাহবিচ্ছেদ, পারিবারিক ভাঙন এবং সামাজিক অস্থিরতা দেখা দিচ্ছে। এটি দেশের পরিবারব্যবস্থা এবং সামাজিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত হানছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।