প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৩২
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম যুক্তিতর্ক শেষে ঘোষণা করলেন, এই মামলার রায় আসছে আগামী ১ ডিসেম্বর।
মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ, পূর্বাচল নতুন শহর প্রকল্পে তৎকালীন প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে শেখ রেহানাকে অবৈধভাবে ১০ কাঠা প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা।
দুদকের আইনজীবীরা আদালতের কাছে অভিযোগ করেছেন, প্লট বরাদ্দে শেখ রেহানা নিজেই চাপ প্রয়োগ করেন। পরে মিথ্যা হলফনামার ভিত্তিতে এই সরকারি জমি বরাদ্দ দেওয়া হয়।
এই মামলায় আসামি ১৭ জন। মূল আসামিদের তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, এবং ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। সাক্ষ্য অনুযায়ী, টিউলিপ সিদ্দিক মায়ের নামে প্লটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর প্রভাব খাটিয়েছিলেন।
দুদকের আইনজীবীরা জানান, অবৈধ নির্দেশনামা ও ভুয়া হলফনামাসহ ৩২ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পেশ করা হয়েছে। উপস্থাপিত প্রমাণ অনুযায়ী শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিক—তিনজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিষয়: হাসিনা রেহানা ও টিউলিপ

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।