বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড: প্লট দুর্নীতি মামলায় রায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৫

সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক তিন মামলায় তাঁকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন।

এই তিনটি মামলায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছিল। এই তিন মামলায় ৯১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

দুর্নীতি দমন কমিশন বা দুদক অভিযোগ করে, রাজধানীতে জমি থাকা সত্ত্বেও শেখ হাসিনা তাঁর প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে আবাসন নীতি লঙ্ঘন করে নিজের এবং ছেলে-মেয়ের নামে ৩০ কাঠার সরকারি প্লট অবৈধভাবে নিয়েছেন।

আদালতে সমন, গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকায়, তাঁদের পলাতক অবস্থায়ই বিচারকাজ চলে। এই তিন মামলায় শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।

শেখ হাসিনা পরিবার ছাড়াও সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী এবং রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাসহ আরও ২০ জন আসামি ছিলেন। এঁদের মধ্যে শুধু একজন—রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম—কারাগারে ছিলেন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই দুর্নীতির অভিযোগ সামনে আসে। শেখ রেহানা পরিবারের প্লট দুর্নীতির আরও তিন মামলার রায় ঘোষণা হবে আগামী ১ ডিসেম্বর।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top