সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯

সংগৃহীত

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত।

আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনাকে ৫ বছরের, শেখ রেহানাকে ৭ বছরের এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অন্য ১৪ জন আসামিকে প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা, রাজউকের সাবেক চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন সচিব ও প্রাক্তন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে খুরশীদ আলম বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ১৩ জানুয়ারি মামলা করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top