মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

মামার বাসা থেকে ডিজিএফআই তুলে নিয়েছিল: হাসনাতের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২৩

সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে গত বছর ১৭ জুলাই তাঁকে মামার বাসা থেকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়ে এই চাঞ্চল্যকর দাবি করলেন হাসনাত আবদুল্লাহ।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সায়েন্স ল্যাব এলাকায় তাঁর মামার বাসা থেকে তাঁকে ও সমন্বয়ক সারজিস আলমকে তুলে নেওয়া হয়। যেতে অস্বীকৃতি জানালে পরিবারসহ ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল।

জবানবন্দিতে তিনি জানান, তাঁদের প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেওয়া হয়। সেখানে তৎকালীন তিন মন্ত্রী—আনিসুল হক, এ আরাফাত ও নওফেল তাঁদের সঙ্গে সভা করার জন্য চাপ দেন।

বৈঠক না করায় ডিজিএফআই ক্ষুব্ধ হয় এবং তাঁদের মৎস্য ভবন সংলগ্ন একটি 'সেফ হাউসে' নিয়ে যায়। সেখানে তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। ইন্টারনেট বন্ধ থাকায় হাসনাতের ফোন ব্যবহার করে আরেক সমন্বয়ক হাসিবকে চানখাঁরপুল থেকে তুলে আনা হয় এবং শিবির ট্যাগ দিয়ে তাঁকে নির্মমভাবে নির্যাতন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার ২২তম সাক্ষী হিসেবে হাসনাত এই জবানবন্দি দিলেন। এই মামলায় সাবেক উপাচার্যসহ মোট ৩০ জন আসামি রয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top