পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত শুনানি: নির্বাচনের পর আদেশ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭

সংগৃহীত

দেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আপিলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন।

২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়েছিল, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর এই সংশোধনীকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তি সংক্রান্ত ২০ ও ২১ ধারা এবং ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে গণভোটের বিধানসংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল হয়।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুজন সম্পাদকসহ পৃথক তিনটি আপিল দায়ের করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে ৩ ডিসেম্বর থেকে আপিলের ওপর ধারাবাহিক শুনানি চলছিল। এই শুনানির ধারাবাহিকতায় আজ আদালত জানান যে, এই বহুল আলোচিত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হবে জাতীয় নির্বাচনের পরেই।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, ১৫ বছরের জঞ্জাল সরিয়েছি ১৬ মাসে। আদালতের এই আদেশের ফলে সংবিধানের সবচেয়ে বিতর্কিত একটি বিষয়ের চূড়ান্ত ফয়সালা জানতে দেশবাসীকে অপেক্ষা করতে হবে নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top