সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪
সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওন আফরোজসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত অপর দু জন হলেন মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ। পুলিশ বলছে, অভিযোগটি এখনো মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি।
গতকাল রোববার রাতে উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন কৌশলে দেশে অবস্থান করে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত।
সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সন্ধ্যায় তাকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আনিস আলমগীর এখনও ডিবি কার্যালয়ে আছেন। তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ সমকালকে জানান, সাইবার-সম্পর্কিত একটি ইস্যু নিয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই করে এটি মামলা হিসেবে নেওয়া হবে কী না জানানো হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।