মুক্তিযোদ্ধার নতুন তালিকা: ৮৪ জন অন্তর্ভুক্ত, বাতিল ৩৩৬ গেজেট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯

সংগৃহীত

মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধনের পর প্রথমবারের মতো বড় পরিসরে তালিকা পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। যাচাই-বাছাই ও শুনানি শেষে ৩৩৬ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে, নতুন করে ৮৪ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা।

এছাড়া, নতুন সংজ্ঞার ভিত্তিতে ২৮ জনের নাম 'মুক্তিযুদ্ধের সহযোগী' হিসেবে গেজেটভুক্ত করার সুপারিশ করা হয়েছে। যারা সরাসরি যুদ্ধ করেননি, কিন্তু কূটনৈতিক বা সাংগঠনিকভাবে ভূমিকা রেখেছেন, তারা এই শ্রেণিতে অন্তর্ভুক্ত হবেন।

গত ৩ জুন অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনে। এখন থেকে কেবল রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করা ব্যক্তিরাই 'বীর মুক্তিযোদ্ধা' হিসেবে স্বীকৃতি পাবেন। বাকিরা বিবেচিত হবেন 'মুক্তিযুদ্ধের সহযোগী' হিসেবে।

যদিও ২ লাখ ৬ হাজার মুক্তিযোদ্ধার শ্রেণিবিন্যাসের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভেদ সৃষ্টির আশঙ্কায় এই সিদ্ধান্ত পরবর্তী সরকারের ওপর ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। বর্তমানে কর্মকর্তারা ব্যস্ত আছেন মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া প্রায় ৯০ হাজার ব্যক্তির তথ্য যাচাই নিয়ে। উপদেষ্টা ফারুক-ই আজম জানান, ভুয়া কাগজ ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top