কে হচ্ছেন পরবর্তী প্রধান বিচারপতি? আলোচনায় দুই নাম!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:০৭
বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭শে ডিসেম্বর অবসরে যাচ্ছেন। ফলে কে হচ্ছেন পরবর্তী প্রধান বিচারপতি, তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একক ক্ষমতায় প্রধান বিচারপতি নিয়োগ দেন। তবে এবার বিচার বিভাগ সংস্কার কমিশন সুপারিশ করেছে জ্যেষ্ঠতম বিচারপতিকেই নিয়োগ দেওয়ার জন্য, যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ গড়ে তোলা যায়।
আপিল বিভাগে বর্তমানে ৬ জন বিচারপতি রয়েছেন। তবে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আইন বিশেষজ্ঞরা বলছেন, শুধু জ্যেষ্ঠতা নয়—সততা, দেশপ্রেম এবং জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন কিনা, তাও বিবেচনায় নেওয়া হতে পারে। চলতি সপ্তাহেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।