বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট ফেরত পেতে বাবার বিরুদ্ধে মায়ের রিট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১৬:৩৩

ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত সাত বছর বয়সী শিশু মোয়াজের পাসপোর্ট বাবার কাছ থেকে ফেরত পেতে হাইকোর্টে রিট আবেদন করেছেন তার মা রোকাইয়া তাহসিনা।

বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আদেশ দেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

শুনানিকালে আদালত মৌখিকভাবে নির্দেশ দেন, ক্যান্সারে আক্রান্ত শিশুকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে বাবা ও মাকে একসঙ্গে বসে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে হবে। এ ছাড়া উভয়ের সম্মতিক্রমে সংশ্লিষ্ট সব কাগজপত্র হাইকোর্টে দাখিলের নির্দেশও দেওয়া হয়।

শিশুটির মা রোকাইয়া তাহসিনা জানান, তার সঙ্গে সন্তানের বাবার ডিভোর্স হলেও তাদের একমাত্র সন্তান মোয়াজ বর্তমানে ক্যান্সারের চতুর্থ ধাপে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়া জরুরি হলেও বাবার কাছে পাসপোর্ট আটকে থাকায় তা সম্ভব হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, বারবার অনুরোধ করার পরও সন্তানের বাবা পাসপোর্ট ফেরত দিচ্ছেন না, যার ফলে শিশুটির চিকিৎসা নিয়ে মারাত্মক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা যায়, গত ১১ জানুয়ারি মোয়াজের পাসপোর্ট ফেরত পেতে বাবার কাছে একাধিকবার আবেদন করেন তার মা। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top