বন্দিকে নির্যাতনে জেল সুপার-জেলারের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মার্চ ২০২১, ২১:১৩
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক বন্দিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগে জেল সুপার, জেলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ। নির্যাতনের শিকার বন্দির নাম রূপম কান্তি নাথ।
সোমবার (০২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে মামলাটি দায়ের করা হয়।
বাদীর আইনজীবী ভুলন লাল ভৌমিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় সাতকানিয়া উপজেলার মৌলবীর দোকান এলাকার রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামিও করা হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: বন্দিকে নির্যাতন জেল সুপার জেলার মামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।