এসি বিস্ফোরণ রোধে করণীয় কী ?

রাজিউর রাহমান | প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ০০:২৩

এসি বিস্ফোরণ রোধে করণীয়

দেশে পরপর তিনটি বিস্ফোরণ। স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আবাসিক ভবন কিংবা কর্মস্থলে দুর্ঘটনা এড়াতে সবার সচেতনতা আবশ্যক। গ্যাস বা বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা যেমন ঘটতে পারে, তেমনি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এয়ারকন্ডিশনার বা এসি) থেকেও ঘটতে পারে অঘটন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এয়ারকন্ডিশনার বা এসির ব্যবহার বাড়ছে, তেমনি প্রায়ই এসি বিস্ফোরণের ঘটনার কথাও শোনা যাচ্ছে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এসি থেকে দুর্ঘটনার ঝুঁকি থাকে না। তাই জেনে নেওয়া যাক কিভাবে প্রতিরোধ করা যায় এসি বিস্ফোরণ —

১. সাধারণত শীতে এসি চালানো হয় না। তাই গরমের শুরুতেই দক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করিয়ে নেওয়া জরুরি। এসির বাইরের অংশে পাখি, বাদুড়, ইঁদুর, টিকটিকি, এমনকি সাপও আশ্রয় নিতে পারে। কোনো প্রাণী সেখানে থাকলে এসি চালানোর আগেই এগুলোকে নিরাপদে সরিয়ে দিতে হবে।

২. ১৫ দিন অন্তর এসির ফিল্টার নেট পরিষ্কার করতে হবে। বড়জোর মিনিট পাঁচেকের এই কাজ আপনার এসিকে রাখবে নিরাপদ ও কর্মক্ষম। আপনার এলাকায় ধুলা কম হলে এই কাজটা মাসে একবার করলেই চলবে। ফিল্টার নেট পরিষ্কার করার নিয়ম এসি বিক্রেতা প্রতিষ্ঠান থেকেই শিখে নিতে পারেন। কিংবা ইউটিউবে সার্চ দিয়ে টিউটরিয়াল দেখে নিতে পারেন। ঘরের ধুলা বা ঝুল পরিষ্কার করার সময় এসি বন্ধ করে কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত।

৩. এসি বেশি ব্যবহৃত হলে ছয় মাসে একবার এবং কম ব্যবহৃত হলে বছরে একবার বিশেষজ্ঞ হাতে সার্ভিসিং করাতে হবে।

৪. অনেক সময় শর্ট সার্কিটের কারণেও এসি বিস্ফোরণ ঘটতে পারে। তাই মানসম্মত তার বা কেবলের ব্যবহার নিশ্চিত করুন।

৫. ঘরের আয়তন অনুযায়ী এসি নিন। এসি চালানো অবস্থায় ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন। এসির কাছাকাছি কোনো দাহ্য পদার্থ কিংবা রাসায়নিক দ্রব্য রাখবেন না। গ্যাসের লাইন থেকে এসি দূরে বসান।

৬. এসি ঠিকভাবে কাজ না করলে, অস্বাভাবিক শব্দ করলে, এসি থেকে পানি পড়লে কিংবা অন্য কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দিন। নির্মাণকারী প্রতিষ্ঠানের সহায়তা নিন। এসির বাইরের দিকে ঝোপঝাড় বা ময়লার স্তূপ হতে দেবেন না। সূত্র : ইউএনবি




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top