শিশুকে সিরাপ বা তরল ওষুধ খাওয়ানোর সময় কিছু জরুরি সতর্কতা
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮
শিশুকে সামান্য অসুস্থ দেখলেই বাবা–মায়ের উদ্বেগ যেন আকাশছোঁয়া। তবে এ উদ্বেগে ভুল সিদ্ধান্ত যোগ হলে ক্ষতি হতে পারে শিশুরই—সাম্প্রতিক কয়েকটি চিকিৎসা–ঘটনায় তেমনটাই দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাধারণ অসতর্কতা শিশুর ওষুধ সেবনকে বিপজ্জনক করে তুলতে পারে।
চিকিৎসকরা জানিয়েছেন, অনেক সময় বাবা–মা তাড়াহুড়ায় বা অজ্ঞতায় এমনভাবে ওষুধ দেন, যা শিশুদের শ্বাসনালী, ফুসফুস কিংবা গলবিলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। বিশেষ করে ঘুমন্ত শিশুকে ওষুধ খাওয়ানো বা একসঙ্গে বেশি পরিমাণ সিরাপ মুখে দেওয়া—এ ধরনের আচরণে শ্বাসরোধ, চোকিং কিংবা ফুসফুসে তরল ঢুকে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ সতর্কতাই এই দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে:
ঘুমন্ত শিশুকে কখনো ওষুধ খাওয়াবেন না—ঘুমের কারণে গিলতে সমস্যা হয়, ফলে শ্বাসনালীতে ওষুধ ঢুকে যেতে পারে।
একসঙ্গে বেশি পরিমাণ ওষুধ মুখে দেবেন না—অতিরিক্ত তরল শিশু নিয়ন্ত্রণ করতে পারে না।
একাধিক ওষুধ একই সময়ে বা খুব কাছাকাছি সময়ে দেওয়া থেকে বিরত থাকুন—এতে অতিরিক্ত প্রতিক্রিয়া বা গিলতে অসুবিধা হতে পারে।
কাশির মাঝখানে ওষুধ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ—কাশির সময় শ্বাসনালী খোলা থাকে, ওষুধ ভুল নালি দিয়ে যেতে পারে।
শিশু খুব কাঁদলে প্রথমে শান্ত করুন—কাঁদতে কাঁদতে শ্বাস নেওয়ার ধরন বদলে যায়, এ সময় ওষুধ দিলে ভুল পথে চলে যাওয়ার আশঙ্কা থাকে।
চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন—শিশুর নিরাপত্তা কোনো তাড়াহুড়োর বিষয় নয়, বরং সচেতনতার বিষয়। সামান্য যত্ন ও ধৈর্যই পারে বড় বিপদকে ঠেকিয়ে দিতে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।