শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেলো খিলগাঁওয়ের মুরগিপট্টি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৪:০৮

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁও এর তালতলা মার্কেটের পেছনের মুরগিপট্টিতে লাগা আগুনের ভয়াবহতা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের আবাসিক ভবন, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন দোকানপাট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গত রাত পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল এ তথ্য জানান।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৪টা ২০মিনিটে মুরগির একটি পাইকারি দোকানে এ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুল জানান, ফায়ার সার্ভিস আগুন নেভাতে শুরু করার পর রাত ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগা দোকানটি পুরোপুরি পুড়ে গেছে। ততক্ষনে চারপাশে দমবন্ধ করা ধোঁয়া ছড়িয়ে পড়ছে। পাশের বহুতল আবাসিক ভবনগুলো আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে। ঘটনাস্থলের উল্টো পাশেই ছিল মসজিদ ও মাদ্রাসা। সবই রক্ষা পাওয়ার পাশাপাশি এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাতক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এনএফ৭১/জেএস/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top