নৃশংস ২১ আগস্ট আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২১, ১৭:২০

নৃশংস ২১ আগস্ট আজ

২১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভয়াবহ কলঙ্কময় দিন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল।

সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে শেখ হাসিনাকে বাঁচাতে পাড়লেও গ্রেনেড হামলায় মারা যান মহিলা লীগের তৎকালীন সভাপতি আইভী রহমান, শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষীসহ ২৪ জন নেতাকর্মী। সেদিনের এই নির্মম-নিষ্ঠুর ঘটনায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তার দুই কান ও চোখ।

প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সমাবেশে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বিরল। ওই দিন চব্বিশ জন নেতাকর্মীর মারা গেলেও পঙ্গ হয়ে যান অনেকে। আজও গ্রেনেডের স্প্লিন্টারের দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছেন অনেকেই। ফিরে পাননি স্বাভাবিক জীবন। ২০০৪ সালের পর থেকে দিনটি পালন করা হয় ‘২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস’ হিসেবে।

করোনাভাইরাস সংকটের কারণে দিনটি উপলক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন। প্রতিবাদ ও আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, খাদ্যসামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি। দিনটি উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘ ১৪ বছর পর ২০১৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রদান করেন আদালত। রায়ে জীবিত ৪৯ আসামির মধ্যে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। মামলাটি এখন উচ্চ আদালতে বিচারাধীন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top