শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

করোনারোগী প্রতি সরকারের ব্যয় ১৫-৪৭ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০, ১৪:১৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালিন সময়ে করোনাআক্রান্ত প্রতি একজন সাধারণ রোগীর জন্য সরকার সাড়ে ১৫ হাজার টাকা ও আইসিইউতে থাকা রোগীর জন্য ৪৭ হাজার টাকা ব্যয় করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার(১ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সম্পর্কে অংশীজনদের অবহিতকরণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

মন্ত্রী জানান, করোনার পরের আক্রমণ মোকাবিলার জন্য অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোতেও অবগত করা হয়েছে। এরই মধ্যে সরকারি সেবা নিতে মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে। করোনা মোকাবিলায় স্বাস্থ্য সচেতনতা বাড়তে ব্যাপক প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি।

ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে কি না?-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে কিনা সেটা এখনো নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে সরকার। পরীক্ষার জন্য নামমাত্র ফি নির্ধারণ করার পাশাপাশি সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা ফ্রি করা হয়েছে।

ভ্যাকসিন কারা আগে পেতে পারে?-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাইকে একবারে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনেই যারা ফ্রন্টলাইনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ডাক্তার, সেনাবাহিনী, বয়স্ক মানুষ, সাংবাদিক, স্কুলশিক্ষকরা অগ্রাধিকারের তালিকায়। মূল্য নির্ধারণের বিষয়ে অন্য স্বাস্থ্যসেবার মতো মিনিমাম চার্জ নির্ধারণ করা হবে।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top