শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শীতে আগাম সতর্কতায় স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১৩:২৯

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দেয়ার লক্ষ্যে জনসমাগম এড়িয়ে চলতে, বিয়ে ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ) আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এদেশে শীতের সময় বিয়েশাদি বেশি হয়, এটা সীমিত করতে হবে। ধর্মীয় অনুষ্ঠান যেটা হয়, মিলাদ মাহফিল সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে করতে হবে। পিকনিক, ঘুরতে যাওয়া এগুলো কম করা আর যথাসম্ভব দুরত্ব বজায় রেখে সচেতনভাবে করতে হবে। কারণ এগুলো করলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে।

মন্ত্রী করোনাভাইরাসের টিকা আনার বিষয়ে শিগগিরই সুখবর দেওয়ার আশাবাদ জানিয়ে বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে। অল্প দিনের মধ্যে জানা যাবে, বাংলাদেশের ভ্যাকসিনের ব্যবস্থা চূড়ান্ত হয়ে গেছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীরও অনুমোদন পেয়ে গেছি। ভ্যাকসিন যেটা প্রয়োজন হবে, ভালো হবে সেটার ব্যবস্থা আমরা করব।

উক্ত অনুষ্ঠানে মন্ত্রী সবাইকে মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত করে বলেন, বাংলাদেশে চক্ষুদাতার সংখ্যা কম। চক্ষুদানে উৎসাহিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। শুধু কর্নিয়ার অভাবে অনেকে জীবনে আর আলোর মুখ দেখতে পারে না। কারণ আমাদের দেশে চক্ষুদাতার সংখ্যা খুব কম। কর্নিয়া পাওয়া যায় না। এটা বাড়াতে হবে। চক্ষুদাতার সংখ্যা বাড়াতে পারলে অনেকের অন্ধত্ব দূর করা যাবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top