শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১৫:৫২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর তথ্য সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১০ জনেরও বেশী রোগী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৪২ জন।

তাছাড়া গত এক সপ্তাহে সর্বমোট ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৪ জন ঢাকায় এবং দুইজন ঢাকার বাইরে। গত ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল গড়ে ১০ জন।

আক্রান্তদের মধ্যে ৪ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করে তথ্য উপাত্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ তত্ত্ববিদদের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। গত সোমবার (২ নভেম্বর) পর্যন্ত পর্যালোচনায় ১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞ কমিটি।

স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তা বলেন, এ বছর ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রদের নির্দেশনায় মশক নিধন কার্যক্রম জোরদার করায় আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় সংখ্যায় খুবই সামান্য। কিন্তু কয়েকদিন যাবত থেমে থেমে বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top